আলোর দেশ, ঢাকা :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন বর্তমান কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজী। তাকে আবারও মনোনয়ন দেওয়ায় আনন্দের জোয়ার বইছে এলাকায়। এসময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। রবিবার মনোনয়ন ঘোষনার সাথে সাথেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানালো পুরান ঢাকার ৩৭ নং ওয়ার্ডের বাসিন্দারা।
জানা যায়, আব্দুর রহমান মিয়াজী কোতয়ালী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। সেই সাথে ৫ বছর যাবৎ সফল কাউন্সিলর হিসেবে ৩৭ নং ওয়ার্ডের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গার কোল ঘেষে অবস্থিত ৩৭ নং ওয়ার্ডটির আয়তন ০.৪৪৯ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় ৭০ হাজার, ভোটার রয়েছেন প্রায় ১২ হাজার ৪৫০ জন।
এলাকাবাসীরা জানান, এলাকার জন্য কাজ করার মানসিকতা আছে বর্তমান কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজীর। তার পজেটিভ কর্যক্রম চোখে পরার মত। । তাকে ২য় মেয়াদে পেয়ে আনন্দিত এলাকাবাসী।
মনোনয়ন পেয়ে আব্দুর রহমান মিয়াজী বলেন, “আবারও ৩৭ নং ওয়ার্ডবাসীর খেদমত করার সুযোগ দেওয়ায় আমি আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। এ ওয়ার্ডের উন্নয়নে দীর্ঘদিন কাজ করেছি। এবারও নির্বাচিত হলে জনগনের সেবক হয়ে উন্নয়নমুলক কাজের ধারা অব্যাহত রাখব”।