আলোর দেশ, ঢাকা :
সারাদেশের হাসপাতালের মর্গগুলোতে নারী ডোম কর্তৃক নারী মৃতদেহের ময়নাতদন্ত সংশ্লিষ্ট কাজ সম্পাদনে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য মানববন্ধন ও স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে৷
এসময় তারা ৩ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হল :
১) সারাদেশের হাসপাতালের মর্গগুলোতে নারী ডোম কর্তৃক নারী মৃতদেহের ময়নাতদন্ত সংশ্লিষ্ট কাজ সম্পাদনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ। ২) ময়নাতদন্ত সংশ্লিষ্ট কাজে নিয়োজিতদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা। ৩) সারাদেশের হাসপাতালের মর্গগুলোর আধুনিকায়নে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা৷
মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটির আহবায়ক এপিএম সুহেল বলেন,’হাসপাতালের মর্গগুলোতে নারী ও পুরুষ মৃতদেহের রক্ষণাবেক্ষণ ও ময়নাতদন্তের কাজে নারী ও পুরুষ ডোমের নিয়ম থাকলেই প্রায় সব হাসপাতালেই পুরুষ ডোম দিয়ে ময়নাতদন্তের কাজ করা হয়৷ এতে করে নারী মৃতদেহের নিরাপত্তা বিঘ্নিত হয় এবং বিকৃত যৌনাচারের শিকার হতে হয় যার প্রমাণ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সম্প্রতি ঘটে যাওয়া অমানবিক ও ন্যাক্কারজনক ঘটনা৷ আমরা আমাদের ৩দফা মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উপদেষ্টা মোহাম্মদ উল্লাহ মধু, সংগঠনটির যুগ্ম আহবায়ক রিয়াদ হোসেন, নাদিম খান নিলয়, রাজন হোসাইন, সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম নোমান, সদস্য সচিব ইসমাইল সম্রাটসহ ঢাকা মহানগর শাখার নেতাকর্মীবৃন্দ৷
মানববন্ধন শেষে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় বরাবর ৩দফা সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়৷