জবি প্রতিনিধি:
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) নেতৃবৃন্দ।
আজ বুধবার (২৯ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান জোবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে সভাপতি হুমায়ুন কবির হুমু ও সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘সাংবাদিক হুমায়ুন কবির খোকন একজন দক্ষ গণমাধ্যমকর্মী হিসেবেই পরিচিত ছিলেন। দক্ষ ও যোগ্য সংগঠক এবং সংবাদকর্মী হুমায়ুন কবির খোকনের মৃত্যুতে জাতি একজন নিবেদিত প্রাণ সাংবাদিক ও সৎ মানুষকে হারাল। হুমায়ুন কবির খোকন একজন সংবাদকর্মী এবং সাংবাদিক নেতা হিসেবে গণমাধ্যম কর্মীদের স্বার্থে এবং সাধারণ মানুষের কল্যাণে সারা জীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সহকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক খোকন গণমাধ্যমকর্মীদের দুঃসময়ে আস্থার প্রতীক হিসেবে কাজ করেছেন।’
জবিসাস নেতৃবৃন্দ হুমায়ুন কবির খোকনের অকাল মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক খোকন। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর পর তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।
ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি হুমায়ুন কবীর খোকন এর আগে দৈনিক আমাদের সময়ের হেড অব নিউজ ছিলেন। তিনি মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।