বিশেষ প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিন আজ। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার নেতাকর্মীরা আজ শুক্রবার সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে দোয়া প্রার্থনা করেন।
এ সময় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর সিনিয়র সহ-সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,সহ-সভাপতি আনোয়ার ইকবাল সান্টু,নাজমুল হোসেন টুটুল, মজিব মহসিন পিয়াস, আলী আকবর বাবুল,মুরসালিন আহমেদ, সৈয়দ আহমেদ, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ রানা, ওমর ফারুক,, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, সারোয়ার হোসেন বাবু, সম্পাদক মন্ডলির সদস্য আরমান হক বাবু, এমদাদুল হক,ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন, খন্দকার আরিফুজ্জামান, আলতাফ হোসেন, সহ-সম্পাদক শাখাওয়াত হোসাইন প্রিন্সসহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ এর নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেক্ষ্য, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এই শিশুপুত্র শেখ রাসেল। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে।