জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে র্যাব-১০ এর সংঘর্ষে অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ক্লাস শেষে ক্যাম্পাস থেকে গন্তব্যে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের উত্তরণ বাসের শিক্ষার্থীদের সঙ্গে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সায়দাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে এ ঘটনা ঘটে।
বাসে থাকা শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, উত্তরণ-২ বাসটি সায়দাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে পৌঁছানোর পর র্যাব-১০ এর গাড়ি (ঢাকা মেট্রো চ- ৫৩২২৩৭) রাস্তায় দাঁড় করিয়ে লোক নামাতে শুরু করে। এ সময় বাসের শিক্ষার্থীরা তাদের গাড়ি সরিয়ে সাইড দিতে বললে কথা কাটাকাটির এক পর্যায়ে র্যাব-১০ শিক্ষার্থীদের ধাওয়া করে এবং মারধর করে। এ সময় র্যাব-১০ অনেক শিক্ষার্থীকে জোর করে গাড়িতে তুলে নেয়।
এ ঘটনার প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ জন শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার খবর পাওয়া যায়। একজন শিক্ষার্থীর চোখের অবস্থা আশংকাজনক বলেও জানা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী শরীফ, ১২ ব্যাচের শিক্ষার্থী রিফাত, আল-আমিন, সিয়াম প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘আমাদের উপাচার্য মহোদয় র্যাবের মহাপরিচালক বেনজির আহমদের সঙ্গে কথা বলেছেন। তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় কোন মামলা করবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যদি বিচার না করা হয় তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অবশ্যই মামলা করা হবে।
বিনা দোষে র্যাবের এ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জড়িত র্যাব সদস্যদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।