জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর র্যাবের হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবী করে রায়সাহেব বাজার মোড়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বাস থামিয়ে রায়সাহেব বাজার মোড়ে শিক্ষার্থীদের সমাগম করে সাধারণ শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা জানান, র্যাবের হামলার বিচার অতিদ্রুত করতে হবে। প্রেস কনফারেন্সের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। সুষ্ঠু বিচার না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের হুশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালেয়র উত্তরণ-২ বাসটি সায়দাবাদ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে পৌছানোর পর র্যাব-১০ এর গাড়ি (ঢাকা মেট্রো চ- ৫৩২২৩৭) রাস্তায় দাঁড় করিয়ে লোক নামাতে শুরু করে। এসময় বাসের শিক্ষার্থীরা গাড়ি সরাতে বললে কথা কাটাকাটির এক র্যাব-১০ শিক্ষার্থীদের ধাওয়া করে এবং মারধর করে। এসময় র্যাব-১০ অনেক শিক্ষার্থীকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় ৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হন।
এদিকে প্রক্টরের আশ্বাসে ১১টার ক্যাম্পাসে ফিরলো শিক্ষার্থীরা। তার এখন শহীদ মিনার প্রাঙ্গণে সমাধান না হওয়া পর্যন্ত ক্লাস, পরীক্ষা স্থগিত ঘোষনা করেছে সাধারণ শিক্ষার্থীরা।
দুপুর ১ টার সময় র্যাব-১০ প্রেস কনফারেন্সের মাধ্যমে,সকল শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে এমন কর্মকান্ড যেন না হয় তার জন্য লিখিত দেবেন বলে জানা যায়।