নাদিম আহমেদ:
করোনা পরিস্থিতিতে দেশের ক্রান্তি লগ্নে রাতের আঁধারে পটুয়াখালীর কলাপাড়া থানার অসহায় ৫০ টি পরিবারের মাঝে ত্রান সহায়তা দিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের কর্মী গাজী তুষার।
শুক্রবার( ২৪ এপ্রিল) রাতে তিনি নিজ অর্থায়নে এ ত্রান সহায়তা প্রদান করেন।
বিতরণকৃত ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,তেল,চিনি,ছোলা, মুড়ি এবং চিড়া। দেশের এ কঠিন পরিস্থিতিতে তার এ ত্রান সহায়তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসি ।
এ প্রসঙ্গে গাজী তুষার বলেন , দেশের এ কঠিন সময়ে কিছু অসহায় পরিবারের পাশে দাড়াতে পেরে আমি অনন্দিত। আমি ভবিষ্যতে এভাবে অসহায় মানুষদের জন্য কাজ করে যেতে চাই।