আলোর দেশ, ঢাকা :
দুর্গা পূজা উপলক্ষে সারা দেশের সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীসহ সবাইকে শারদীয় শুভেচ্ছা জানালেন বরগুনা-২ আসনের (বামনা-বেতাগী-পাথরঘাটা) খেটে খাওয়া মানুষের বন্ধু হিসেবে পরিচিত, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক এবং ঠিকাদারী প্রতিষ্ঠান ‘স্ট্যান্ডার্ড ইন্জিনিয়ার্স’ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সুভাষ চন্দ্র হাওলাদার।
তিনি বলেন, আধুনিক বাংলাদেশের সপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে আমরা ধর্ম-বর্ন নির্বিশেষে সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করে যাব। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। প্রতিবছর এ পূজা উদযাপন, মানুষকে সাম্প্রদায়িক চিন্তাভাবনা থেকে দূরে রাখে।
উল্লেক্ষ্য, এ বছরের দুর্গা পূজার কার্যক্রম বৃহস্পতিবার (০৩ অক্টোবর) থেকে শুরু হয়ে চলবে মঙ্গলবার (০৮ অক্টোবর) পর্যন্ত। ০৩ অক্টোবর শ্রীশ্রী দুর্গাষষ্ঠী তথা সন্ধ্যায় দেবীর বোধন, ০৪ অক্টোবর সন্ধ্যায় দেবীর আমন্ত্রন ও অধিবাস, ০৫ অক্টোবর শ্রীশ্রী মহাসপ্তমী পূজা তথা দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, ০৬ অক্টোবর শ্রীশ্রী মহাঅষ্টমী পূজা, ০৭ অক্টোবর শ্রীশ্রী মহানবমী পুজা এবং ০৮ অক্টোবর মঙ্গলবার শ্রীশ্রী বিজয়াদশমী পূজায় বিজয়াদশমী পূজা সমাপন ও দর্পন বিসর্জন এবং সন্ধ্যায় শান্তিজল গ্রহনের মধ্য দিয়ে দুর্গা পূজা উদযাপনের সমাপ্তি ঘটবে।