আলোর দেশ ডেস্ক :
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তিন দফা বৈঠক করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।
তিনি বলেন, আমাদের গোয়েন্দা সংস্থার পাওয়া ছবি অনুযায়ী মোসাদের সঙ্গে নুরের কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে। যদি তিনি (নুর) অস্বীকার করে থাকেন, সেটা ফিলিস্তিনের জন্য ভালো। তবে যদি সত্য হয়, তবে বাংলাদেশের নিরাপত্তার জন্যও হুমকি।
তিনি আরো বলেন, মোসাদ থেকে আর্থিক সহযোগিতা নেওয়া বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর নয়। আর ইসরাইল থেকে টাকা নেওয়া মানুষ কখনো নেতা হতে পারে না।
রোহিঙ্গা সংকট নিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, ওআইসিভুক্ত দেশগুলো রোহিঙ্গা সংকট সমাধানে আরো জোরালো ভূমিকা রাখতে পারে। ওআইসিভুক্ত দেশগুলো রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা হিসেবে ৭০ টন খাদ্যসামগ্রী দিচ্ছে।
জানা যায়, চলতি সপ্তাহের শুরুতে এক বৈঠকে মোসাদের এজেন্টের সঙ্গে নুরুল হক নুরের বৈঠক নিয়ে তার রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে নুরের অনুগত কয়েকজন দলের আহ্বায়ক রেজা কিবরিয়ার দিকে তেড়ে যান। আলোচনার এক পর্যায়ে রেজা কিবরিয়া নুরুল হক নুরের ইসরায়েলি এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্ন তোলেন। এসব নিয়ে বৈঠকের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এরপর আরও কয়েকজন নেতা নুরের টাকার লেনদেন নিয়ে প্রশ্ন তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *