আলোর দেশ, ঢাকা :
মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন সংস্কৃত বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের মিজানুর রহমান পিকুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মোঃ খোকন মিয়া।
সোমবার রাতে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির আহবায়ক/মুখপাত্র অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাবি শাখা কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে সদ্য অনুমোদনপ্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধার সন্তান মিজানুর রহমান পিকুল সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক ছিলেন। এ বিষয়ে পিকুল বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকল অন্যায়, অবিচার, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করব এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব।
এছাড়া খোকন মিয়া হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,ঢাবি শাখার সাবেক অর্থ সম্পাদক ছিলেন।
উল্লেখ্য গত ১১ অক্টোবর মুক্তিযুদ্ধ মঞ্চের আহবায়ক/মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন কে গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কাজ করার অপরাধে বহিষ্কার করেন।