স্টাফ রিপোর্টার :
“কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে জেলার মস্তফাপুর ইউনিয়নের সিকিনওহাটা গ্রামের জাহাঙ্গীর মাতুব্বর নামের এক দরিদ্র কৃষকের প্রায় ৩ বিঘা জমির ধান কেটে দিলেন।
শনিবার (৩ মে) দিনব্যাপী তারা ধান কেটে কৃষকের বাড়ি পৌছে দেন।
এ বিষয়ে কৃষক জাহাঙ্গীর মাতুব্বর বলেন, আমি ধান কাটার জন্য লোক পাচ্ছিলাম না, এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমার পাকা ধান কেটে বাসায় পৌছিয়ে দিয়েছে। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি ছাত্রলীগকে এবং শেখ হাসিনা কে ধন্যবাদ জানাই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সাম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, আমি স্থানীয় ২৫/২৬ জন নেতাকর্মীদের নিয়ে কৃষকের তিন বিঘা পাকাধান কেটে বাড়িতে পৌছে দিয়েছি। লোক দেখানোর জন্য নয় বরং বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে যেকোন সময় যে কোন অসহায় মানুষের পাশে অতীতেও ছিলাম ভবিষ্যতে ও তাদের যে কোন সংকটকালীন সময়ে পাশে থেকে কেন্দ্রীয় ছাত্রলীগ তথা দেশ রত্ন শেখ হাসিনার নির্দেশ পালন করে যাবো।
এর আগে আসাদুজ্জামান আসাদ বিভিন্ন অসহায় মানুষের পাশে থেকে মানবিক ছাত্রনেতা হিসেবে সকলের প্রসংশা কুড়িয়েছেন।