স্টাফ রিপোর্টার :
‘দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ স্লোগানকে সামনে রেখে ঢাকা মহানগর ফল আমদানী-রপ্তানিকারক ও আড়ৎদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির আয়োজনে দিনের পাশাপাশি রাত্রিকালীন সময়ে ফলের পাইকারী বাজার উদ্বোধন করা হয়েছে। লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার রাত্রিকালীন ফল কেনা-বেচার বাজার উদ্বোধন করেন।
সোমবার (২২ মার্চ) রাত সাড়ে ৮ টায় রাজধানীর সদরঘাট এলাকায় অবস্থিত বাদামতলীতে এ রাত্রিকালীন বাজারের উদ্বোধন করা হয়। বাদামতলী ফল মার্কেট এলাকায় সারাদিন ধরে চলমান ফল বেচাকেনা হাটের কারণে নিয়মিত মারাত্মক যানজট সৃষ্টি হয়। এতে চরম দূর্ভোগে পরেন পথচারীরা। এ যানজট এড়াতে প্রতিদিন রাত ১০ টায় শুরু হয়ে সকাল ৬ টা পর্যন্ত এই বাজার চালু রাখা হবে বলে জানা যায়।
উদ্বোধন শেষে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব শফিকুল ইসলাম বিপিএম (বার) মহোদয়ের নির্দেশ পালনে লালবাগ বিভাগ দৃঢ়প্রতিজ্ঞ। এই এলাকাটি একটি গুরুত্বপূর্ন ব্যবসায়িক এলাকা। তবে এখানে মিটফোর্ড হাসপাতাল ও সদরঘাট ল টার্মিনাল অবস্থিত। মিটফোর্ড হাসপাতালে আগত সেবাপ্রার্থী এবং সদরঘাট ল টার্মিনাল এলাকায় গমনাগমনকারী যাত্রীসাধারণের বাদামতলী এলাকায় যানজটের কারনে দুর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়ত। রাত্রিকালীন ফলের পাইকারী বাজার উদ্বোধনে মানুষের ভোগান্তি কমবে বলে আশা করি। রাত্রিকালীন কেনাবেচা চালুর ফলে ব্যবসায়ীরা দ্রুত ফল বাজারজাত করে ভোক্তাদের কাছে পৌছে দিতে পারবেন। এতে পাইকারদের ফল পরিবহনে ভোগান্তি কমে আসবে ।
ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়ৎদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল করিমের স ালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- লালবাগ ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার বিমান কুমার দাস, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীজানুর রহমান, বাবুবাজার পুলিশ ফাড়িঁর ইনচার্জ প্লাবন আহমেদ রাজিব, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী এম এ মান্নান,কোতয়ালী থানা ছাত্রলীগের সভাপতি সুমন মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশের বিভিন্ন অফিসারবৃন্দ।