আলাের দেশ ডেস্ক :
শিক্ষক প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশনে অংশ নিয়েছিলেন বিএনপি-জামায়তপন্থী সাদা দলের তিন শিক্ষক। তাদের একজন নিজের বক্তব্য দেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ‘গেস্টরুম কালচার’ নিয়ে কথা বললে উপস্থিত আওয়ামীপন্থী দুই শিক্ষক প্রতিনিধি আপত্তি জানান। পরবর্তীতে উপাচার্য সে বক্তব্য এক্সপাঞ্জ করলে এর প্রতিবাদে অধিবেশন বর্জন করেন ওই তিন শিক্ষক।
বুধবার (২১ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশন শুরু হয়। এতে সাদা দলের তিন শিক্ষক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. লুৎফর রহমান ও অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষক প্রতিনিধি হিসেবে অংশ নেন।
সন্ধ্যার দিকে নিজের বক্তব্যের এক পর্যায়ে ‘গেস্টরুম কালচার’ নিয়ে কথা বলছিলেন অধ্যাপক ড. লুৎফর রহমান। এ সময় আওয়ামীপন্থী একজন শিক্ষা বলেন, এ ধরনের শব্দ সিনেটের অধিবেশনের সঙ্গে যায় না। এসময় তিনি অধিবেশনের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে শব্দটি এক্সপাঞ্জ বা বাতিল করতে অনুরোধ জানান।
পরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শব্দটি এক্সপাঞ্জ ঘোষণা করলে সাদা দলের প্রতিনিধিরা অধিবেশন বর্জন করেন।
অধিবেশন থেকে বের হয়ে অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আমি চোখের সামনে যা সত্য হিসেবে দেখছি, তা বলতে পারব না? আমার বক্তব্য এক্সপাঞ্জ করায় অধিবেশন প্রত্যাহার করেছি। সরকারের ছাত্র সংগঠন সকল দিকে বেশি সুবিধা পাবে এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে ভিন্ন মতের কাউকে নির্যাতন করা হবে, হল থেকে বের করে দেয়া হবে এটা তো মানা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *