স্টাফ রিপোর্টার :
রাজধানীর পুরাণ ঢাকায় কোতয়ালী থানা ছাত্রলীগের সভাপতি সুমন মিয়ার উদ্যোগে পথশিশু, হতদরিদ্র ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ মে) বিকেল ৫টা থেকে পুরাণ ঢাকার কোতয়ালী থানার আওতাধীন ৩৬ ও ৩৭ নং ওয়ার্ডে এ খাবার বিতরণ করা হয়। এসময় ২ শতাধিক লোকের মাঝে ইফতার বিতরণ করেন এ নেতা।
জানা যায়, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের নির্দেশে কোতয়ালী থানা ছাত্রলীগের সভাপতি সুমন মিয়ার উদ্যোগে কোতয়ালী থানা আওতাধীন দুইটি ওয়ার্ডে ইফতার বিতরণ করা হয়।কোতয়ালী থানা আওতাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের সদরঘাট ও আশেপাশে এবং ৩৬ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া পার্ক ও শাঁখারীবাজার এলাকায় অসহায় দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
কোতয়ালী থানা ছাত্রলীগের সভাপতি সুমন মিয়া বলেন, মহামারী করোনার জন্য লকডাউন সময়ে চলছে রমজান মাস। আমি আমার সাধ্যমত অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আজ ২শতাধিক মানুষকে ইফতার করিয়েছি। এই কর্মসূচির মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা আপার নির্দেশে ছাত্রলীগ সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং সবসময় থাকবে ইনশাআল্লাহ।