বরগুনা প্রতিনিধি:
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে পাথরঘাটার বিভিন্ন শ্রেণীর কর্মহীন ১৭০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে যুবলীগের কেন্দ্রীয় সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার।
বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে দশটার দিকে পাথরঘাটা কেএম স্কুল মাঠে উপজেলার বিভিন্ন শ্রেনীর কর্মহীন ১৭০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল,ডাল,তেল, আলু,পেয়াজ, ছোলা, চিনি প্রদান করেছেন তিনি।
সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, আমি সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকা পাথরঘাটা (বামনা) বেতাগীর কর্মহীন ৫ হাজার ৩শ’ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা মেনেই খেটে খাওয়া, দিনমজুর মানুষের পাশে দাঁড়িয়েছি।