নিজস্ব প্রতিবেদক:

সাদা-কালোয় বড় চুল, কোঁচকানো চামড়া, এলোমেলো বড় দাড়ি, পরনে ময়লা সাদা পাঞ্জাবি। দেখে বোঝার উপায় নেই, ঢালিউড সুপারস্টার শাকিব খানের ছবি এটি। নতুন রুপে ভক্তদের সামনে হাজির হলে কিং খান। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ছবি প্রিয়তমা সিনেমায় তাদের বৃদ্ধ ভূমিকা দেখা যাবে। সেই লুকই প্রকাশ পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, কুড়িয়েছেন সুনাম।

পোস্টারে দেখা যাচ্ছে, সাদা চুলে বৃদ্ধ শাকিব পাঞ্জাবি পড়ে বসে আছেন। চেহারায় ক্লান্তির ছাপ। চামড়াও কোচকানো। দেখে মনে হচ্ছে মাটির ওপর বসে আছেন তিনি। হয়তো কোনও কবরের পাশে। পায়জামায় কাদার দাগ।

শাকিবের এমন ছবি আগে কখনও দেখেননি ভক্তরা। তাই তাদের উচ্ছাসও বেশি। অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে শাকিবের লুকের প্রশংসা করছেন। প্রশংসা কুড়াচ্ছেনে মেকআপ আর্টিস্টও।

প্রিয়তমা’য় শাকিব খানের নায়িকা কলকাতার ইধিকা পাল। ছবির গল্প লিখেছেন ফারুক হোসেন। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য সাজিয়েছেন হিমেল আশরাফ। ছবিটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ। আসন্ন ঈদুল আযহায় মুক্তি পাবে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *