জবি প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে সেরা ফলাফল অর্জন করায় স্বর্ণপদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খাইরুল ইসলাম।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনের সভাপতি, মহামান্য রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাকে ‘এটর্নি আলমগীর গোল্ড মেডেল’ ২০০৮ পদক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সমাবর্তন বক্তা জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তাকাকি কাজিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
জানা যায়, ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সর্বাধিক ভাল ফলাফল অর্জন করেছেন ভোলা জেলার দৌলতখান উপজেলার এই কৃতি সন্তান ।
তার এমন সাফল্যে স্বাগত জানিয়েছেন ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রশিদসহ অন্যান্য শিক্ষকগণ। অভিনন্দন জানিয়েছেন তার সহকর্মী, শিক্ষার্থী, বন্ধু ও শুভাকাঙ্খীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের সমাবর্তনে ৭৯ জন কৃতী শিক্ষিক, গবেষক ও শিক্ষার্থীকে ৯৮টি স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া ৫৭ জনকে পিএইচডি, ৬ জনকে ডিবিএ এবং ১৪ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়।