সোহাগ রাসিফ, ঢাকা :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত ৩৭নং ওয়ার্ডের আয়োজনে ১৫ আগষ্ট উপলক্ষে শোক স্মরন সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) দুপুরে রাজধানীর সদরঘাট সংলগ্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
৩৭নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আব্দুর রহমান মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হাজী সেলিম।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুজিৎ রায় নন্দী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা জনাব মহসীন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, ৩৭নং ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে পচাত্তরের ১৫-ই আগষ্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের আত্মার মাগফিরাত কামনায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। পরে অত্র ওয়ার্ডের গরীর, অসহায় ও মেহনতি মানুষের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।