আলোর দেশ ডেস্ক :
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টসে জিতে ব্যাট করতে নেমে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৯৪ রান। এ ম্যাচে ৮৩ ওভারে ৮ উইকেট হারিয়েছে এ রান সংগ্রহ করেছে টাইগাররা।
২৯৪ রানের মধ্যে মুমিনুল হকের ৭০, লিটন দাসের ৯৫ ও মাহমুদউল্লাহর সংগ্রহ ৫৪ রান। দিন শেষে অপরাজিত মাহমুদউল্লাহ রিয়াদ ১৪১ বল খেলে করেছেন ৫৪ রান। তার সঙ্গে অপরাজিত আছেন তাসকিন আহমেদ। তিনি ১৫ বল খেলে ১৩ রান সংগ্রহ করেছেন।
এর আগে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভারে টাইগাররা হারায় ওপেনার সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্তকে। অধিনায়ক মুমিনুল হক ও শাদমান এ সময় ব্যাট হাতে ঘুরে দাঁড়াল। ১৫ ওভার ৫ বল খেলে জুটি ৬০ রান করেন মুমিনুল-শাদমান। রিচার্ড এনগারাভার বলে স্লিপে দাঁড়ানো ব্রেন্ডন টেইলরের হাতে ধরা পড়েন শাদমান।
সেখান থেকে দলকে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত নিয়ে যান মুমিনুল ও মুশফিকুর রহিম। বিরতির সময় বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ৭০ রান। দ্বিতীয় সেশনের শুরুতে ভালোই চলছিল টাইগারদের। মুনিমুন নিজের ঝুলিতে তুলে নেন ফিফটি। ৩০ বলে ১১ রান করে মুজারাবানির বলে এলবিডব্লিউ হন মুশফিক। মাঠে নেমে ৩ রান করেই সাজঘরে ফেরেন সাকিব আল হাসান।
সাকিবের আউটের পর লিটন দাসকে নিয়ে মাঠে দৌঁড় অব্যাহত রাখেন মুমিনুল। কিন্তু ৭০ রান করে নিয়াউচির বলে আউট হন তিনিও। সবশেষ ৯৫ রান করে সেঞ্চুরি না করতে পারার কষ্ট বুকে নিয়ে আউট হন লিটন দাস।