জবি প্রতিনিধি :

নানা কর্মসূচির মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল নতুন ক্যাম্পাসে বৃক্ষরোপণ, ক্যাম্পাসের লেক পরিদর্শন ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন। এদিন বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রদর্শন শেষে বৃক্ষরোপণ করে তারা।

মঙ্গলবার কেরাণীগঞ্জের তেঘরিয়ায় নির্মাণাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করা হয়।

সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর বলেন, সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও উপাচার্য দেশে না থাকায় সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি আমরা। সাধারণ সম্পাদক মামুন শেখ বলেন, আঠারো বছরে পদার্পন করলো সাংবাদিক সমিতি। গৌরবের সাথে এগিয়ে যাবে প্রিয় সংগঠন।

এসময় সংগঠনটির সাবেক আহ্বায়ক সোহাগ রাসিফসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৬ সালের ২০ জুন শিক্ষা, সততা, সাহসিকতা স্লোগান নিয়ে ১৯ জন সদস্য ও ৫ জন সহযোগী সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। দীর্ঘ এই সময়ে দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নিকট আস্থার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের যাবতীয় অর্জন, সফলতা, সমস্যা সততা ও নিষ্ঠার সাথে তুলে ধরার পাশাপাশি একদল দক্ষ ও নিষ্ঠাবান সাংবাদিক তৈরিতে ভূমিকা রাখছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *