জবি প্রতিনিধি :
সুষ্ঠুভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী বিবিএ ১ম বর্ষ তথা ইউনিট-৩ (বাণিজ্য শাখা)-এর ভর্তি পরীক্ষা গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতি আসনের বিপরীতে ৪৪ জন পরীক্ষার্থী লড়াই করছে।
দুটি শিফটে ইউনিট-৩ এর ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও পোগোজ স্কুলে অনুষ্ঠিত হয়েছে। সকাল: ১০:০০ থেকে ১১:৩০টা পর্যন্ত ১ম শিফট (জোড় সংখ্যার রোল নম্বরধারী) -এর পরীক্ষার্থীরা এবং বিকাল ৩:০০টা থেকে ০৪:৩০টা পর্যন্ত ২য় শিফট (বিজোড় সংখ্যার রোল নম্বরধারী) -এর পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করেছে।
বাণিজ্য শাখার আওতাভুক্ত ইউনিট-৩ এ সর্বমোট ৬১০ টি আসনের মধ্যে ৪৬০ টি আসন পাবেন বাণিজ্য শাখায় আবেদনকারী শিক্ষার্থীরা এবং বাকী ১৫০ টি আসন পাবেন বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরা (যারা বাণিজ্য শাখার বিষয়গুলি পছন্দের তালিকায় দিয়েছে এবং মেধা তালিকায় উপযুক্ত স্থানে থাকবে)। ইউনিট-৩ এ সর্বমোট ২০,৩০৭জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন।এদের মধ্যে শতকরা ২ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বাকীরা সকলেই অংশগ্রহন করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান পরীক্ষার হল পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন। ‘ইউনিট-৩’ এর ভর্তি পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশ করা হবে। ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।