জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রক্টরিয়াল বডির একটি তল্লাশি টিম ক্যাম্পাসের প্রতিটি পয়েন্ট ঘুরে ঘুরে মধ্যরাতে তল্লাশি অভিযান চালান। বুধবার রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক সেলিম ভুইয়া, কলা অনুষদের ডীন আতিয়ার রহমান, সহকারী প্রক্টর আব্দুল্লাহ মাহফুজ, নিউটন হাওলাদার প্রমুখ।
অভিযান চলাকালীন সময়ে ক্যাম্পাসের ভিতরে লুঙ্গি ও হাফপ্যান্ট পরিহিত ৫ জন বহিরাগত দেখতে পেলে তাদের থেকে মুছলেখা নিয়ে (২য় বার তাদের ক্যাম্পাসে দেখতে পেলে ব্যবস্থা নিবে সাপেক্ষে) ছেড়ে দেয়া হয়। এ সময় ক্যাম্পাসে বহিরাহতদের আসতে না বলা হয়েছে এবং রাতে শিক্ষার্থীদের হাফপ্যান্ট ও লুঙ্গি পরে না আসার জন্য বলেছেন প্রক্টর ড. মোস্তফা কামাল।
এদিকে বুধবার দুপুরে রেজিস্টার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রন্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে জানানো হয় “কয়েকদিন ধরে রাতের বেলায় ক্যাম্পাসে কিছু অনাকাংক্ষিত ঘটনা ঘটতে দেখা যায়। যার জন্য রাত দশটার পর শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসতে নিষেধ করা হল।”
সম্প্রতি রাতের বেলায় পথচারীদের ধরে নিয়ে ছিনতাই ও মারধরের ঘটনা ঘটে এবং রমরমা মাদক সেবনের আড্ডা বসে বলে অভিযোগ আসে। এমন অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হলে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে।
রাতে ক্যাম্পাসে অবস্থান নিষেধাজ্ঞা করায় কিছু শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেছেন। আবার অনেকে মাদক ও ছিনতাই রোধে এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।