জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক দায়িত্বভার গ্রহণ করেছেন।
বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ৪ বার ডিন ও উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে মঙ্গলবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০(১) ধারা অনুসারে তাঁকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব প্রদান করেছেন।
দায়িত্ব গ্রহণকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা চান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আইন যেভাবে চলবে আমরা সেভাবে কাজ করবো। আমরা সবসময় কাজকে মুল্যায়ন করবো।
উপাচার্য বলেন, আমাদের প্রথম পরিচয় হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা। তাই অন্য কারো পরিচয়ে নিজেদের পরিচয় না দিয়ে নিজের কর্মের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিতে হবে।
নব নিযুক্ত উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ, দপ্তর এবং বিভিন্ন সংগঠনের -এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়।
এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, সাংবাদিক, বিএনসিসি ক্যাডেট, রোভার স্কাউটস ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।