আলোর দেশ, ঢাকা :
রাজধানীর সদরঘাটের বুড়িগঙ্গার কোল ঘেষে অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত ৩৭ নং ওয়ার্ড। এ ওয়াডের্র আয়তন ০.৪৪৯ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় ৭০ হাজার, ভোটার রয়েছেন প্রায় ১২ হাজার ৪৫০ জন। এখানে বর্তমান কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন কোতয়ালী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান মিয়াজী।
তিনি বলেন, “৩৭ নং ওয়ার্ডের রাস্তাঘাটের দিকে একসময় তাকানো যেতনা। ভাঙ্গা রাস্তা আর যেখানে সেখানে পরে থাকতো ময়লা-আবর্জনা। ছিলনা আধুনিক কোন ড্রেন, ফলে রাস্তায় পানি জমে থাকত। আমি নির্বাচিত হওয়ার পর ওয়াডের্র ১৭ টি রাস্তায় পাকা করে উভয়পাশে ড্রেন নির্মান করেছি। চাদাঁবাজী, সন্ত্রাস, ছিনতাই, মাদক এখন সম্পূর্নরুপে নিয়ন্ত্রনে। অনেক পরিবর্তন করেছি। এ এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। সামনে সুযোগ পেলে জনগনের সেবক হয়ে আবারও কাজ করবো।”
সরোজমিনে ৩৭ নং ওয়ার্ড ঘুরে দেখা যায়, এ ওয়ার্ডের প্রায় সবগুলো রাস্তাই পাকা। কোনোটি পীচ ঢালাই আবার কোনোটি সিসি ঢালাই। সবগুলো রাস্তার সাথেই পানি সরানোর জন্য রয়েছে প্রসস্থ ড্রেন। অনেক ফুটপাতে টাইলস চোখে পরে। পরিচ্ছন্ন কর্মীরা যথাযথ সময়ে রাস্তা ও ময়লা পরিস্কার করেন। ওয়ার্ডের সকল রাস্তা ও গলিতে এলইডি লাইট বসানো হয়েছে।
এলাকাবাসীরা সাথে কথা বলে জানা যায়, বর্তমান কাউন্সিলরের পজেটিভ কর্যক্রম চোখে পরার মত। সারাদেশে ডেঙ্গু যখন মহামারিতে রুপ নিয়েছে, তখন এ ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে সকল রাস্তা, অলিগলি, বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে মসকী নিধনের জন্য বিভিন্ন কীটনাশক ও ওষুধ ছিটান।জণসচেতনতা বৃদ্ধিতে মাইকিং, আলোচনা সভা ও লিফলেট বিতরন করেন। উন্নয়নমূলক মানসিকতার জন্য তাকে ২য় মেয়াদে পেতে চায় বলে জানান তারা।