আলোর দেশ, ঢাকা :
ছিনতাইয়ের অভিযোগ হাতেনাতে প্রমানিত হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে সুত্রাপুর থানা পুলিশ। ৩০ আগষ্ট রাত বারোটায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ১৩ ব্যচের শিক্ষার্থী তন্ময় সূত্রধর তুষার (রোল: বি-১৭০৩০৩০৬৭), পিতা পরিমল সুত্রধর। পদার্থবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী সাগর দাস (রোল: বি- ১৭০৩০৩০৫৩) , পিতা: নেপাল চন্দ্র দাস। গনিত বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আকলাম হোসেন অনিক ফয়সাল (রোল: বি-১৭০৩০২০৫৫), পিতা : মোঃ আফাজ্ঝল হোসেন। এরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক সাধারন সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের কর্মী ছিলেন।
সুত্রাপুর থানা সুত্রে জানা যায়, গত ৩০ আগষ্ট রাত ১১.১০ মিনিটে ভিক্টেরিয়া পার্কের পাশে অবস্থিত পেট্রাল পাম্পের সামনে আকাশ এন্টারপ্রাইজের পরিবহনের শ্রমিক রবিউল ইসলাম ও রাজ্জাককে পিটিয়ে তাদের কাছ থেকে নগদ ১৫০০ টাকা ছিনিয়ে নেয়। পরে তারা স্থানীয় লোক ও সুত্রাপুর থানার টহল পুলিশের সহযোগিতায় তিনজনকে হাতেনাতে ধরে ফেলে। এরপর পরিবহন শ্রমিক রবিউল ইসলাম বাদী হয়ে সুত্রাপুর থানায় একটি মামলা দায়ের করে। এরপর সুত্রাপুর থানা পুলিশ রাত বারোটায় তাদের গ্রেফতার করে কারাগারে প্রেরন করে।
এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, “৩০ আগস্ট রাতে ছিনতাইয়ের ঘটনাটি সত্য। পুলিশ তাদের হাতেনাতে ধরেছে। এখন তারা কারাগারে আছে। একাডেমিকভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”