আলোর দেশ, ঢাকা :
করোনাভাইরাসে যখন দেশের ক্রান্তিকাল চলছে তখন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
শনিবার সকালে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশক্রমে ৫৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের নেতা বাতেন তালুকদারের উদ্যােগে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের নেতাকর্মীরা রাজধানীর কদমতলী থানার ৫৩ নম্বর ওয়ার্ডের গরীব অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি সৈয়দ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক, কেন্দ্রীয় যুবলীগের নেতা আবুল হাসান, কদমতলী থানা ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কাওসার হাওলাদার, যুবলীগ নেতা কামাল হাসান বাহাদুরসহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে মহানগর দক্ষিন যুবলীগ হতদরিদ্রের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন।