আলোর দেশ, ঢাকা :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় সম্মেলনের প্রায় ১ বছর পর ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই সহযোগী সংগঠনের উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোলা জেলার বোরহানউদ্দিনের কৃতিসন্তান, সাবেক ছাত্রনেতা কাজী আল মাহমুদ টুকু। এমন অর্জনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সামাজিক-ব্যবসায়িক বিভিন্ন মহলের পুষ্পিত শুভেচ্ছায় ভাসছেন টুকু।
এর আগে ছাত্র রাজনীতিতে তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সহ-সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন।
ছাত্রজীবন থেকেই দলের দুঃসময় এবং বিরোধী দলে থাকাকালীন রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কাজী আল মাহমুদ টুকু। দীর্ঘ দিন ধরে সততা আর নিষ্ঠার সঙ্গে রাজনীতি করেছেন তিনি। এবার যেন তারই পুরস্কার পেলেন টুকু। সেজন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও যুবলীগের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাজী আল মাহমুদ টুকু।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য যুবলীগের সম্মেলনে চেয়ারম্যান করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশকে। আর সাধারণ সম্পাদক হন মাইনুল হোসেন খান নিখিল।