আলোর দেশ, ঢাকা :
এলাকাবাসীর জীবনযাত্রার মান আরও উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চান ঢাকা দক্ষিন সিটির ৩৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী, কোতয়ালী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান মিয়াজী।
সরোজমিনে ওয়ার্ড ঘুরে দেখা যায়, এ ওয়ার্ডে ১৭ টি রাস্তা রয়েছে, বর্তমান কাউন্সিলরের সময়কালে যার সবগুলো রাস্তাই পিচ ঢালাই করা এবং পানি নিস্কাশনের জন্য উভয়পাশে করা হয়েছে ড্রেন। প্রতিটি রাস্তায় রয়েছে লাইট। অনেক ফুটপাতে বসানো হয়েছে টাইলস। কিন্তু এখানে নাগরিক সমস্যা হিসেবে খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, পাবলিক টয়লেট ও জিমনেসিয়ামের চাহিদা রয়েছে।
খেলার মাঠ তৈরির বিষয়ে আব্দুর রহমান মিয়াজী বলেন, ব্যবসায়িক এলাকা হওয়ায় এই এলাকার যায়গার অনেক মূল্য, তাই খেলার মাঠ নির্মানের জায়গা নেই। কমিউনিটি সেন্টার, পাবলিক টয়লেট ও জিমনেসিয়াম নির্মানের বিষয়ে তিনি বলেন, এ ওয়ার্ডের সিটি কর্পোরেশন ভবনটি অনেক বড়। এই ভবনটিতেই কমিউনিটি সেন্টার, পাবলিক টয়লেট ও জিমনেসিয়াম করার ইচ্ছা ছিল। কিন্তু মেয়রসাব (সাঈদ খোকন) কাউন্সিলর কার্যালয়কে অল্প পরিমান জায়গা দিয়ে পুরো ভবনটি ‘সাজেদা ফাউন্ডেশন’কে ইজারা দেয়। তাই এখানে এসব করার সুযোগ হয়নি। এখানে মেজর কোন সমস্যা নেই। আগামীতে নির্বাচিত হলে এসকল সমস্যা সমাধান করে এ ওয়ার্ডবাসীর জীবনযাত্রার মান আরও উন্নয়ন করার অঙ্গিকার জানান তিনি।
আব্দুর রহমান মিয়াজী আরও বলেন, “দীর্ঘ ৫ বছর ধরে এ ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছি। শুধুমাত্র ঢাকার বাইরে না থাকলে প্রতি সপ্তাহের শুক্র-শনিবার স্বশরীরে পুরো ওয়ার্ডটি ঘুরে দেখি, নাগরিক সমস্যা নিয়ে মানুষের সাথে কথা বলি এবং তা অতি দ্রুত সমাধান করার চেষ্টা করি। এ ওয়ার্ডটি পুরান ঢাকার ব্যবসায়িক প্রাণকেন্দ্র। কোন ব্যবসায়ী বলতে পারবেনা যে আমাদের দ্ধারা ডিস্টার্ব হয়েছে। যে নির্বাচিত হলে ওয়ার্ডবাসী শান্তিতে বাস করতে পারবে, সৃষ্টিকর্তা যেন তাকেই জয়ী করে।”
রাজধানীর সদরঘাটের বুড়িগঙ্গার কোল ঘেষে কোতয়ালী থানাধীন অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ড। ০.৪৪৯ বর্গকিলোমিটার আয়তনের এ ওয়ার্ডটির জনসংখ্যা প্রায় ৭০ হাজার, ভোটার রয়েছেন প্রায় ১২ হাজার ৪৫০ জন। আগামীকাল (পহেলা ফেব্রুয়ারি) ঢাকার ২ সিটিতে একযোগে নির্বাচন চলবে।