জবি প্রতিনিধি :

পরিবার ছেড়ে যারা দূরে থাকে তাদের কাছে ঈদ মানে ঘরে ফেরার আনন্দ। ঈদ আসলেই রাজধানী ছেড়ে নীড়ে ফেরে লাখ লাখ মানুষ। ঢাকাতে দেখা দেয় যানবাহন সংকট। এসব সমস্যার কথা চিন্তা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে বাসের ব্যবস্থা করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিমেলুর রহমান হিমেল।

বুধবার (২১ জুন) আলোর দেশকে এ তথ্য জানান, টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের সভাপতি জাহিদুল ইসলাম হাসান। তিনি বলেন, আগামী ২৩ তারিখ (শুক্রবার) সকাল ৮ টায় হিমেল ভাইয়ের দেওয়া বাসটি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে টাঙ্গালের গোপালপুর ও মধুপুরের উদ্দেশ্য যাত্রা শুরু করবে।

টাঙ্গাইলের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, পিকনিকসহ যেকোনো প্রয়োজনে আমরা আমাদের ভাইকে সবসময় পাশে পেয়েছি। ঈদের ছুটিতে নিরাপদে বাড়ি যেতে তিনি বাস উপহার দিয়েছেন। এটি খুবই ভাল উদ্যোগ হয়েছে।

এ বিষয়ে হিমেলুর রহমান হিমেল বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলাম। রাজনীতি করেছি এখানে। নিজ জেলার শিক্ষার্থীদের প্রতি একটা টান কাজ করে। শিক্ষার্থীদের দূর্ভোগের কথা চিন্তা করে আমার ব্যক্তিগত উদ্যোগে ওদের বাস ব্যবস্থা করে দেই। সকলের ঈদ হোক আনন্দময় এবং নিরাপদ, এই আশা ব্যক্ত করে সবাইকে আমার এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *