ক্রীড়া ডেস্ক :
আগামী ২১ জুলাই ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচ খেলবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। লিগ কাপে নিজেদের প্রথম ম্যাচে নতুন ঠিকানায় অভিষেক হবে বলে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম মায়ামি হেরার্ল্ডকে জানিয়েছেন ক্লাবটির ব্যবস্থাপনা মালিক হোর্হে মাস।
নানা গুঞ্জনের পর এই মাসের শুরুতে মেসি নিজেই জানান, চলতি মাসে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে ইন্টার মায়ামিতে যোগ দেবেন তিনি। আনুষ্ঠানিক চুক্তি এখনও হয়নি। কাগজপত্র ও ভিসা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
মায়ামি হেরার্ল্ডের খবর অনুযায়ী, বাৎসরিক ৫ থেকে ৬ কোটি ডলারের পারিশ্রমিকে দুই বছরের চুক্তি করবেন ৩৫ বছর বয়সী মেসি। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর পথও খোলা রাখা হবে।
মেসির ইন্টার মায়ামিতে যোগ দিতে যাওয়ার ঘোষণার পরপরই এক ধাক্কায় দলটির টিকেটের দাম বেড়ে যায় ১ হাজার ৩৪ শতাংশ। তাদের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ১০ লাখ থেকে বেড়ে হয়েছে ৮০ লাখ।
মেজর লিগ সকারে (এমএলএস) এই মুহূর্তে ইস্টার্ন কনফারেন্সে তালিকায় সবার নিচে (১৫তম) আছে ইন্টার মায়ামি। নবম স্থানে থাকা দলের চেয়ে পিছিয়ে আছে তারা ৭ পয়েন্টে। নবম স্থানে থাকতে পারলে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করবে তারা।
লিগ কাপে ২১ জুলাই ইন্টার মায়ামির প্রতিপক্ষ মেক্সিকোর দল ক্রুস আসুল। যুক্তরাষ্ট্রের এমএলএস ও মেক্সিকোর লিগা এমএক্স ক্লাবগুলির মধ্যে হয়ে থাকে বাৎসরিক এই প্রতিযোগিতা।