আলোর দেশ, ঢাকা :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিনের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদের বিরুদ্ধে কিছু মহল ক্যাসিনোর সাথে সম্পৃক্ত থাকা অভিযোগ আনে। তার ব্যাক্তিগত ফেসবুক আইডিতে তিনি এর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “আমি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজপথের দুঃসময়ের দূর্দিনের কর্মী,আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই।”
তিনি ফেসবুকে লিখেন, “১৯৯৩ সালে ক্লাস নাইনে পড়ি,তখন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ঢাকার রাজপথে ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত সতের বছর। ছাত্রলীগের রাজনীতি থেকে বিদায় নিয়ে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আট বছর। দীর্ঘ রাজনীতির জীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে সংগঠনের জন্য কাজ করছি। কোন অন্যায় করিনি,অন্যায় কে প্রশ্রয় দেইনি। আমরা যারা নেত্রীর রাজপথের কর্মী,আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজপথ থেকে সরাতে পারবে না।”
তিনি লিখেন, “২০০১ সালের পর বহুবার রাজপথে আন্দোলন করতে গিয়ে কারাবরন করেছি।বহুবার গুরুতর আহত হয়েছি, নেত্রী ২০০৩ সালে হাসপাতালে দেখতে এসেছেন খোজ খবর নিয়েছেন। ২০০৭ সালের ১/১১ সেনা সমর্থিত সরকারের সময় প্রিয় নেত্রীর মুক্তির আন্দোলন করতে গিয়ে রাস্ট্রদ্রোহি মামলার আসামী ছিলাম, রাজপথ থেকে সরিনি। যৌথ বাহিনী বহুবার চেষ্টা করেছে গ্রেফতার করতে।”
মাকসুদুর রহমান বলেন, “আজ আমার মমতাময়ী নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায়। কে সরাবে রাজপথ থেকে প্রিয়নেত্রীর সকল কর্মসূচী সফল ভাবে পালনের জন্য কাজ করি।
আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশিত হতেই পারে।আত্নবিশ্বাস আছে ষড়যন্ত্র করে লাভ নেই। ষড়যন্ত্র আগেও বহুবার হয়েছে,এখনো চলছে। বেঈমান যারা তারা হারিয়ে যাবে। ইনশাআল্লাহ আমাদের জয় হবেই। কারন প্রানের নেত্রী তৃনমুলের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের খুবই ভালবাসেন।”