বিশেষ প্রতিনিধি :
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ১১ নভেম্বর ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে সংগঠনটির তৃণমূলেন নেতাকর্মীরা। নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে অপকর্ম ও বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত ও অনুপ্রবেশকারীরা যাতে কোনও ভাবেই নেতৃত্বে না আসতে পারে এমন দাবি জানান সংগঠনটির তৃণমূলের নেতাকর্মীরা। সৎ, অভিজ্ঞ, দুঃসময়ে রাজপথে ছিলেন এবং সাংগঠনিক নেতৃত্বের অধিকারি এমন নেতা চায় তৃনমূল।
তবে এবারের সম্মেলনে প্রাধান্য দেয়া হতে পার ১/১১‘র পরীক্ষিত কর্মীদের। পদপ্রত্যাশীদের সাথে কথা বলে জানা গেছে, তারা নিজেরাও চান সংগঠনের নেতৃত্বের দায়িত্ব যেই পান, তিনি যেন স্বচ্ছ ভাবমূর্তি আর সাংগঠনিক দক্ষ হয়।
দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শীর্ষপদের লড়াইয়ে দুঃসময়-সুসময়ে রাজপথে অবস্থান, ত্যগী ও তৃনমূলের পছন্দে বিবেচনায় এগিয়ে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার। তিনি সংগঠনটির সভাপতি প্রার্থী। আবুল কালাম আজাদ হাওলাদার বিএনপি-জামায়াতের আমলে অগ্রপ্রান্তথেকে আওয়ামী লীগের জন্য রাজনীতি করেছেন। ১/১১ এর সময়ও শেখ হাসিনার মুক্তি আন্দোলনে ছিলেন সামনের সারিতে। এ জন্য নির্যাতনের শিকার হয়েছিলেন বহুবার।
প্রার্থিতার বিষয়ে জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, সাবেক ছাত্রনেতা যারা দীর্ঘদিন যাবত বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন, যারা সৎ-দক্ষ ও ক্লিন ইমেজের, অপকর্ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়াননি তাদের মধ্য থেকে নেতা নির্বাচন করতে হবে।
এ যাত্রায় আরও এগিয়ে আছেন ঢাকা ল’ কলেজের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিক সাঈদ। তিনি বলেন, দীর্ঘদিন পর সম্মেলন হচ্ছে। যারা দুঃসময়ে রাজপথে থেকে দলের জন্য কাজ করেছেন, ক্লিন ইমেজের রয়েছে তাদের মধ্য থেকেই নেতৃত্ব বাছাই করা হোক।
এছাড়াও আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান রানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক।
দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক লীগ দেখভাল করছেন সংগঠনটির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের বিষয়ে জানতে চাইলে বাহাউদ্দিন নাছিম ব্রেকিংনিউজকে বলেন, ‘সম্মেলন ঘিরে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ একটি সুসংগঠিত সংগঠন। দক্ষ-ত্যাগী ও পরীক্ষিতরাই এই সংগঠনের নেতৃত্বে আসবে।’