আলোর দেশ ডেস্ক :
করোনার প্রকোপ থামছেই না। প্রতিদিনই আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। সোমবার সকাল অবধি এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১ লাখ ১৫ হাজার ৯১২ জআর প্রাণ গেছে ৫ লাখ ১ হাজার ২৩৩ জনেরে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বিপদে ব্রাজিল। মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের দেশ যুক্তরাজ্য।
পাশ্ববর্তী ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ । এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার জন এবং প্রাণ গেছে ১৬ হাজার মানুষের।
আর বাংলাদেশে রোববার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জনের। আর করোনায় প্রাণ গেছে এক হাজার ৭৩৮ জনের।