পূর্ব শত্রুতার জের ধরে পটুয়াখালীর গলাচিপা থানার আওতাধীন চর বিশ্বাস ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল মৃধার উপর হামলা করে দুরবিত্তরা। এ সন্ত্রসী হামলার শিকার হয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় নজরুল মৃধাকে।
জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারী, ২০২১ তারিখ সন্ধায় নজরুল মৃধাকে নিজ বাড়িতে একা পেয়ে ইসলামী আন্দলন সংগঠনের চর বিশ্বাস ইউনিয়নের সভাপতি মুজাফফর মৃধার নেতৃত্বে একটি সন্ত্রসী গ্রুপ হামলা চালায়। এ হামলায় গুরুতর আহত হয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয় নজরুল মৃধা। পরে গত মঙ্গলবার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরন করেন তিনি।
মৃত নজরুল মৃধার পরিবার এই হামলায় অংশ নেয়া সন্ত্রসীদের নাম জানিয়ে প্রত্যেকের বিচারের দাবি জানান। চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মাস্টার, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাংবাদিক ইলিয়াছ মৃধা, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক আঃ রব মৃধা, আঃ রব মৃধার ভাই আবু বকর মৃধা, ভাতিজা মিরাজ মৃধা, নানা সমারলাচিত ফরিদ হত্যা মামলার ১ম আসামী বর্তমান কালাম মেম্বার,শামিমা সুলতা রুমা মাস্টার, সাইদুল মৃধা, মানসুর মৃধা, মিরজের মা খাদিজা এ হামলায় অংশ নেয় বলে জানা যায়।
এ বিষয়ে জানতে গেলে গলাচিপা থানার ওসি সওকত হোসেন ও চর বিশ্বাস ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মুন্সিকে মুঠোফোনে পাওয়া যায়নি।