জবি প্রতিনিধি :
পুরাণ ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা পরিদর্শন করেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপশ। বুধবার সকাল সাড়ে ১১ টায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সদরঘাটের লালকুঠি ঘাটে আসেন মেয়র। এরপর লালকুঠি ঘাট থেকে রিক্সায় করে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শন করেন তিনি। পরে ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায় যান মেয়র। ঘুরে ঘুরে বিভিন্ন নিদর্শন পরিদর্শন করে তিনি।
লালবাগ এলাকার সার্বিক বিষয় পর্যবেক্ষণ করতে আসেন তাপশ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার জন্য পুরাণ ঢাকাবাসীকে লোকসমাগম এড়িয়ে, সামাজিক দুরত্ব বজায় রেখে, মাস্ক পরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপশ। তার আগমনকে কেন্দ্র করে লোকসমাগম করতে নিষেধ করেন মেয়র।
এসময় লালবাগ ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি আনোয়ার ইকবাল সান্টুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আনোয়ার ইকবাল সান্টু মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। লালবাগ পরিদর্শনে আসায় সন্তুষ্টি প্রকাশ করেন আনোয়ার ইকবাল সান্টু।