বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত কোতয়ালী থানার সভাপতি হলেন ভোলা জেলার কৃতিসন্তান সুমন মিয়া।
১৫ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুমন মিয়ার সথে মেহেদী রেদওয়ান তালুকদারকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয়েছে বলে ছাত্রলীগর বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করায় এবার যেন তারই পুরষ্কার পেলেন সুমন। এজন্য তিনি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, মহানগর দক্ষিনের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এর আগে সুমন মিয়া কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন। ভোলা জেলার লালমোহন উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন।
তাছাড়া উপজেলা কেন্দ্রিক দেশের বৃহত্তর ছাত্রকল্যাণ সংগঠন ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।