ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ৪৯ তম জন্মদিন-২০২০ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ডিএসসিসি ৩৭ নং ওয়ার্ড। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের অন্তর্গত পুরাণ ঢাকার ৩৭ ওয়ার্ডের কাউন্সিলর ও কোতয়ালী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহমান মিয়াজীর নেতৃত্বে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার বিকেলে স্বশরীরে ঘুরে ঘুরে ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে ৫ হাজার মাস্ক বিতরন করেন কাউন্সিলর আবদুর রহমান মিয়াজী।
এসময় আবদুর রহমান মিয়াজী বলেন, আমাদের মাননীয় মেয়র সাহেবের জন্মদিন গেল, করোনা মহামারির জন্য আমরা জমকালোভাবে মেয়রের জন্মদিন উদযাপন করতে পারিনি। তাই মাথায় এলো ওয়ার্ড ঘুরে সানুষের খবরাখবর জানি, আর করোনার বিষয়ে মাননীয় মেয়রের সতর্কবার্তা মানুষকে পৌঁছে দেই এবং সাধারণ জনগণকে মাস্ক বিতরণ করি। এর পরিপ্রেক্ষিতে রাস্তায়-গলিতে ঘুরে ঘুরে যারা মাস্ক পরিহিত নেই, তাদের নিজ হাতে মাস্ক পরিয়ে দেই। ৫ হাজার মাস্ক বিতরণ করি।
মাস্ক বিতরন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আহমদ উল্লাহ মধু, ডিএসসিসি ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন বিশ্বাসসহ ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।