স্টাফ রিপোর্টার:
মরণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণে দেশে ক্রান্তিকাল চলছে। দেশের এমন ক্রান্তিকালে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মেহেদী বাবু।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতের আধারে মাদারীপুর সদর থানার আশেপাশের এলাকায় অর্ধশতাধিক পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। বিতরণকৃত খাদ্যসামগ্রীর তালিকায় ছিল মুড়ি, চিড়া, চিনি, বিস্কিট, খাবার স্যালাইন ও সাবান ইত্যাদি। এ সময় উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা।
এবিষয়ে মেহেদী বাবু বলেন, ‘আপনারা ইতিমধ্যেই অবগত আছেন বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশব্যাপী করোনা মোকাবেলায় অবিস্মরণীয় ভুমিকা পালন করছে। তারই ধারাবাহিকতায় আমার নিজ এলাকায় আজ আমি কিছু মানুষের পাশে দাড়াঁতে চেষ্টা করেছি। আমি সকলের কাছে আহ্বান করছি আপনারা ঘরে থাকুন, ইনশাআল্লাহ বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের সাহায্য সহযোগীতায় সর্বদা নিয়োজিত থাকবে।’