আলোর দেশ, ঢাকা :
ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করল বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সংসদ ভবনের পাশ্ববর্তী টিএন্ডটি মাঠে কেক কাটা, ফানুশ উত্তোলন ও জমকালো আতোশবাজি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ।
যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সভাপতি কামাল উদ্দিন খান, দীল মোহাম্মদ খোকা, মুরসালিন আহমেদ, সৈয়দ আহমেদ, আহমেদ, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, সারোয়ার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, সম্পাদক মন্ডলির সদস্য এমদাদুল হক, এ্যাড.শাহনাজ পারভীন হীরা, সৈয়দ মাসুদ হাসান রুমি, ফিরোজ উদ্দিন আহমেদ সায়মনসহ মহানগর যুবলীগ ও ওয়ার্ড যুবলীগের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও ঢাকা মহানগর যুবলীগ উত্তরের যুগ্ম সাধারন সম্পাদক তাসবীরুল হক অনু উপস্থিত ছিলেন।