আলোর দেশ, ঢাকা :
রাজধানীর সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউট গ্রুপের ২০১৯-২০২০ রোভার ক্রু-ইন-কাউন্সিল এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিলে ‘খ’ ইউনিটের সিনিয়র রোভার মেট ফয়সাল হোসেন নোলক সভাপতি ‘গ’ ইউনিটের সিনিয়র রোভার মেট রুবেল মিয়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক শামিনা হকের উপস্থিতিতে ও উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট নতুন ক্রু-ইন-কাউন্সিল গঠন করা হয়। এ সময় সাবেক ও বর্তমান রোভাররা উপস্থিত ছিলেন।
ঘোষিত নতুন কাউন্সিলে সহ-সভাপতি পদে গার্ল-ইন-রোভার(খ) ইউনিটের সিনিয়র রোভার মেট তানিয়া মালা ও যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গার্ল-ইন-রোভার(ক) ইউনিটের সিনিয়র রোভার মেট এলিন আহমেদ তৃষ্ণা।
কাউন্সিলে সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বিগত ক্রু-ইন-কাউন্সিলের সভাপতি এস. এম. নাজমুল করিম নাহিদ।