সোহাগ রাসিফ, ঢাকা :
বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস) এর ৩৫ তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮ টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত পূর্তভবনের সম্মেলন কক্ষে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে।
কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব শাহে আলম মুরাদ। বিশেষ অতিথি হিসেবে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন অাহমেদ রতন, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস এর সভাপতি এ.কে.এম. এ. হামিদ উপস্থিত থাকবেন।
এরপর শনিবার সকাল ১১টায় পূর্তভবন সম্মেলন কক্ষে সংগঠনের সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস এর সাধারন সম্পাদক মোঃ শামসুর রহমান।
বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারন সম্পাদক প্রকৌশলী অামিনুল ইসলাম বলেন, ‘সংগঠনটি সফল ও গণতান্ত্রিক উপায়ে পরিচালনা করতে আমরা কাউন্সিল অাহ্বান করেছি। কাউন্সিলে জেলা ইউনিটের কাউন্সিলরগন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কাউন্সিল শেষে এর সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এই সংগঠনের সকল সদস্য একই ছায়াতলে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করব।’