আলম নাদিম, ক্যাম্পাস প্রতিনিধি :
‘যান্ত্রিকতার কারাগার ছেড়ে ছুটে চলি ওই প্রান্তে’ এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে নানা উৎসাহ-উদ্দীপনার মধ্যে আয়োজন করা হয় রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী সরকারি কবি নজরুল কলেজের শহীদ শামসুল আলম হলের প্রথম শিক্ষা সফর। উক্ত শিক্ষাসফরে হলের অনার্স ও একাদশ শ্রেণিসহ ৫ টি সেশনের ১২০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে শুক্রবার সকাল ৮ টায় মৈনট ঘাটের উদ্দেশ্যে ২টি বাস ছেড়ে যায়। সেখানে মধ্যহ্নভোজ, সংস্কৃতি অনুষ্ঠান এবং রেফেল ড্রসহ বর্ণিল আয়োজনে শেষ হয়।
সফররত সকল শিক্ষার্থীরা তাদের প্রথম শিক্ষা সফরে গিয়ে অনেক আনন্দিত উল্লোসিত। তারা বলেন, এই আয়োজনে উপস্থিত থাকতে পেরে তারা অনেক খুশি। সফররত সকল শিক্ষার্থীরাএই আনন্দ উদ্যোগকে সাধুবাদ জানায় এবং তারা আরো জানায় যে প্রতিবছর তারা এই আনন্দ আয়োজনের পাশে থাকবে । এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ নাঈম হোসেন বলেন, এখন থেকে প্রতিবছর তাদের এই মিলনমেলা অব্যাহত থাকবে এবং তাদের এই ভ্রাতৃত্বের বন্ধন থাকবে চির অটুট।