স্টাফ রিপোর্টার :
মরণঘাতি করোনাভাইরাসে দেশের সংকটময় পরিস্থিতিতে শ্রমিক দিয়ে জমির ধান কাটা অসম্ভব হয়ে পরেছে অসংখ্য কৃষকের। এমন মহূর্তে বরিশালে রোজা রেখে নিরুপায় কৃষকের ২০ শতাংশ জমির ধান কেটে ঘরে পৌছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৩ মে) বরিশাল জেলার উজিরপুর উপজেলার কেশবকাঠী এলাকার মৃত. খলিল শেখের অসহায় বিপদগ্রস্ত পরিবারের ২০ শতাংশ জমির ধান কেঁটে বয়ে ঘরে তুলে দেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী ও স্থানীয় ছাত্রলীগের কর্মীরা। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল। এ নিয়ে অনেক সুনাম কুড়িয়ে হয়েছেন প্রশংসার দাবিবার। এরা সবাই স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির (কেশবকাঠী) সদস্য।
ধান কাটায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী সাইদুল ইসলাম সাঈদ, ববি ছাত্রলীগের কর্মী রাজু, চবি ছাত্রলীগের কর্মী শাওন, ও পবিপ্রবি ছাত্রলীগের কর্মী রাকিব, এবং স্থানীয় ছাত্রলীগের কর্মী তালহা, জাহিদ, পলাশ, মারুফ, বেল্লাল,, নাঈম, সোহানহস আরও অনেকে।
মহাজনরা ধান তুলেছে ঘরে কিন্তু গরিবের ধান জমিতেই ঝড়ে! এমন প্রবাদকে বুড়োআঙুল দেখিয়ে গরিবের ধান কাটায় শ্রম দিচ্ছেন তারা।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী সাইদুল ইসলাম সাঈদ জানান, করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে ধান কাটা শ্রমিক সংকটে পড়েছে কৃষক। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ছাত্রলীগের কয়েকজন স্থানীয় কর্মীরা ধান কেটে দরিদ্র কৃষকের পাশে থাকার চেষ্টা করেছি।