নুরে আলম নাদিম, ঢাকা :
পহেলা ফেব্রুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন থাকায় এদিন রাজধানীতে সকল ধরনের ইঞ্জিনচালিত যান ও দোকানপাট বন্ধ ছিল। কিন্তু নির্বাচনের পর আবারও প্রানচ্ছল হয়ে উঠেছে চিরচেনা ঢাকা নগরী। বিএনপির ডাকা হরতালে পুরান ঢাকার রাস্তায় ঘুরে দেখা যায় মাঝারি পাল্লার বাস, রিকসা, কার, জিপসহ অনেক বাহন চলছে।
আর চিরচেনা এ নগরী হয়েছে ব্যাস্ততায় পরিপুর্ন। কর্মজিবি মানুষেরা ফিরেছেন তাদের কর্মস্থলে। খুলেছে প্রায় সব দোকান পাট। প্রচুর ক্রেতা সমাগমও দেখা গেছে দোকানগুলোতে। আর নগরী তাদের নগরপিতা এবং কাউন্সিলর নির্বাচনের পর পরই ফিরে এলো তার পুরোনো রুপে।