জবি প্রতিনিধি :
নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৪ অক্টোবর (শুক্রবার) সংগঠনটির ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।
এর আগে গত ৩০ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হয় নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নির্বাচন।এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন অলিউল ইসলাম রনি ও মনিরুল ইসলাম রাজন। সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করেন জাহিদুল ইসলাম,আব্দুল বারেক ও মেহরাব অভি। সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর ১ টায়।সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোটারগন উৎসব মুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থী কে ভোট প্রদান করেন। নির্বাচন কে কেন্দ্র করেন উৎসবে পরিনত হয় জবি।ভোট প্রদান শেষে নির্বাচন কমিশনার প্রতি প্রার্থীর একজন এজেন্ট নিয়ে ভোট গননা করেন।গননা শেষে দুপুর ২টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ সাঈদ মাহাদী সেকেন্দার ।
নির্বাচনে মোট ভোট কাস্ট হয় ২২৮ টি,এর মধ্যে বাতিল হয় ২টি। সভাপতি পদে নির্বাচিত হন অলিউল ইসলাম রনি ১৩৫ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল ইসলাম রাজন পান ৯১ ভোট। সাধারণ সম্পাদক পদে ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হন জাহিদুল ইসলাম।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহরাব অভি পান ৬৯ এবং আব্দুল বারেক পান ৫৪ ভোট।নির্বাচনের দু-মাস পরে সভাপতি এবং সাধারণ সম্পাদক গতকাল ৪ অক্টোবর (শুক্রবার) ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রদান করেন।এ কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন একাউন্টিং এলামনাই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এন আই আহমেদ সৈকত এছাড়া আরও রয়েছেন এ কে এম রিফাত হাসান,শুভাসিশ সাহা,নাঈমুর রহমান,মামুন ভুইয়া ও সিমন সরকার।
পূর্ণাঙ্গ কমিটি গঠন বিষয়ে সোসাইটির সভাপতি অলিউল ইসলাম রনি বলেন, যারা সোসাইটির সাথে সবসময় ছিলো এবং বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিল পুনাঙ্গ কমিটি তে তাদের কে’ই প্রাধান্য দেয়া হয়েছে।