আলোর দেশ, ঢাকা :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে ৭৫টি ওয়ার্ডে ২০ হাজার মাস্ক বিতরন করা হয়েছে। শনিবার রাজধানীতে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশক্রমে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার নেতৃত্বে ঢাকা দক্ষিণের আওতায় ২০ হাজার মার্কস বিতরণ করা হয়।
মার্কস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, এ্যাড. শামিম আল সাইফুল সোহাগ, ত্র্যান ও সমাজ কল্যান সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব, সহ-সম্পাদক হিমেলুর রহমান হিমেল।
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন, উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান, উপ ত্র্যান ও সমাজ কল্যান সম্পাদক শাহজালাল রিপন, উপ মুক্তিযুদ্ধ সম্পাদক রিয়াজ আহমেদ ফালান, সহ-সম্পাদক মোঃ শাখাওয়াত হোসাইন প্রিন্স, মশিউর রহমান সুমন সহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।