জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একমাত্র হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের (ছাত্রী হল) নতুন প্রভোস্ট ও হাউজ টিউটর নিয়োগ দেয়া হয়েছে। এতে অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগমকে প্রভোস্ট ও আধুনিক ভাষা ইনিস্টিউটের সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকারকে হাইজ টিউটর (আবাসিক শিক্ষক) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দুজনেই আগামী দুই বছরের জন্য স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনুজিব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগমকে দুই বছরের জন্য বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে নিযুক্ত করা হলো। আধুনিক ভাষা ইনিস্টিউটের সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকারকে দুই বছরের জন্য হাইজ টিউটর (আবাসিক শিক্ষক) হিসেবে নিয়োগ দেয়া হলো।
এবিষয়ে অধ্যাপক ড. শামীমা বেগম সময়ের আলোকে বলেন, একটি হলের প্রভোস্ট মানে অনেক বড় দায়িত্ব। আমার উপর অর্পিত দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করতে পারি সকলের কাছে সেই দোয়া চাই।
উল্লেখ্য, গত বছরের ২০ অক্টেবর ১৫তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে ১৬ তলা বিশিষ্ট এই ছাত্রী হলটির উদ্ধেধন হয়। উদ্ধেধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। শিক্ষাপ্রতিষ্ঠান খুললেই হলটিতে ছাত্রী উঠানোর কথা রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য।