জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তন ২০২০ উপলক্ষে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীদের গাউন ও উপহারসামগ্রী ৭, ৮ ও ৯ জানুয়ারী বিতরণ করা হবে। উক্ত তারিখে বিশ্ববিদ্যালয়ের অফিস চলাকালীন সময়ে (সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) স্ব-স্ব বিভাগ থেকে গাউন ও উপহারসামগ্রী সংগ্রহ করা যাবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় সমাবর্তনের জন্য কস্টিউম, ব্যাগ, গিফট সংগ্রহ ও প্রদান সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক ও একাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আলী নূর আগামী ৫ ও ৬ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম সকল বিভগের চেয়ারম্যানের নিকট গাউন ও উপহার সামগ্রী হস্তান্তর করবেন।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ১১ জানুয়ারি, ২০২০ তারিখে রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত ধুপখোলা মাঠে অনুষ্ঠিত হবে।