জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন ও ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। শনিবার একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর আলী নূর ও বর্তমান চেয়ারম্যান প্রফেসর লিয়াকত হোসাইনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে এ জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারন সম্পাদক এন আই আহমেদ সৈকতসহ অ্যালামনাইেয়র অন্যান্য সদস্য, বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন শেষে অ্যালামনাই এসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।