আলোর দেশ, ঢাকা :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ‘ক্যাম্পাস আমার দ্বিতীয় বাড়ি, এসো সবাই পরিষ্কার করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ক্লিন ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস’ অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১০.৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ক্যাম্পাসে এই কর্মসূচির ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান।
এসময় শিক্ষার্থীদের ৫টি গ্রুপ ক্যাম্পাসের কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং শান্ত চত্বর থেকে মেইন গেইট ও টিএসসিতে পরিষ্কার পরিছন্নতা অভিযান চালান। পরিছন্ন অভিযান শেষে শিক্ষার্থীরা বলেন, এ ক্যাম্পাসটি আমাদের দ্বিতীয় বাড়ি তাই প্রত্যেকের যায়গা থেকে ক্যাম্পাস পরিষ্কার রাখা উচিৎ। যেহেতু আমরা দিনের বেশিরভাগ সময় ক্যাম্পাসেই থাকি আর তা যদি পরিষ্কার রাখি তাহলে এখানে এডিস মশা, ক্ষতিকর কীটপতঙ্গ কিংবা ভাইরাসের প্রকোপ থেকে অনেকটা মুক্ত থাকব।